বগুড়ায় গাঁজাসহ আটক ২

বগুড়ায় ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান,র্যাব-১২।
মঙ্গলবার সাড়ে ৬ টার দিকে মাঝিড়া সেনানিবাসের স্টেশর বোট ক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার মৃত আঃ মান্নান এর ছেলে মোঃ রিপন হোসেন মুন্না (৪২), ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার মহরম আলীর ছেলে মোঃ রাজু মিয়া (৩৬)।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া রহিমাবাদ সাকিনস্থ বগুড়া সেনানিবাস এর স্টেশর বোট ক্লাবের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়াগায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৩.৮ কেজি গাঁজা, ২টি মোবাইল এবং ৩টি সীমসহ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ আর/এসএ