প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় মালগ্রাম ডাবতলা এলাকার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৩০ বছর বয়সী নিহত নাহিদ হাসান খান্দার এলাকার ঝন্টু ব্যাপারীর ছেলে।

মঙ্গলবার সন্ধার পর এ ঘটনা ঘটে।

নিহতের বাবা জানান, সন্ধ্যার পর নাহিদ দোকানের পাশে বসে ছিল। এমন সময় একদল দুর্বৃত্তরা সেখানে আসে এবং এলোপাতাড়ি দায়ের আঘাত করতে থাকে। এ সময়ে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও সুদের টাকাকে কেন্দ্র করে নাহিদকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, হত্যাকাণ্ড সংঘটিত হবার পর পরই আমরা হত্যাকারীকে গ্রেফতার করার বিষয়ে কাজ করছি।

এআর/এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button