ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

৮ মে রাতে উল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে জুবায়ের মাহমুদ সাম্মু, মুন্টু মিয়ার ছেলে নূর আলম ও নিশাতকে আসামি করে মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

মামলা সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে জুবায়ের মাহমুদ সাম্মু প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জুবায়েরের অভিভাবককে জানালে সে ক্ষুব্ধ হয়। ২ মে রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ি থেকে বের হয়। এ সময় আসামি জুবায়ের সহযোগী নূর আলম ও নিশাতকে সঙ্গে নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এআর/এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button