প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় শয়নকক্ষ থেকে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে রাসেল শেখ (২২) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১০ মে (বুধবার) দুপুরের আগে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর মধ্যপাড়া গ্রামের বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেল শেখ ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।

পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার (০৯মে) দিনগত রাত একটার দিকে রাসেল বাড়িতে আসে। গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকার কারণ জানতে চায় তার বাবা-মা। এ নিয়ে তাদের সঙ্গে কথার কাটাকাটি হয় রাসেলের। একপর্যায়ে তার বাবা-মা তাদের শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাসেলও নিজ শয়নকক্ষে গিয়ে দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। বুধবার সকাল দশটা পর্যন্ত রাসেল ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা ঘরের জানালা ভেঙে ফেলে। পরে তারা গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান রাসেলকে।

এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, রাসেল পেশায় একজন অটোরিকসা চালক। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পারিবারিক দ্বন্দ্বের কারণে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button