প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় আবারো খুন!কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
বগুড়ায় নামুজা ইউনিয়নের সাহাপারা গ্রামে আব্দুর রাজ্জাক (৫৫) নামের ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পেশায় গরু ও চালের ব্যবসায়ী।
বুধবার রাত ৯ টার দিকে সদর উপজেলার নামুজা ইউনিয়ন সাহাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।
জানা যায়, আব্দুর রাজ্জাক স্থানীয় হাটগুলোতে গরু কেনা-বেচা করতেন। আজও নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি শেষে সেখানে স্থানীয় এক মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দেড়শ গজ দূরে দুর্বত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশের টীম জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। খুব শীঘ্রই আসামীদের ধরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।