সারাদেশ

সুনামগঞ্জে তীব্র গরমে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জে তীব্র গরমে তিন জন মারা গেছেন। বুধবার (১০ মে) পৃথক স্থান থেকে স্বজনরা তাদের ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ছাতক উপজেলার একজন, দোয়ারাবাজার উপজেলার একজন ও শান্তিগঞ্জ উপজেলার এক নারী।

জানা যায়, তিন জনই কৃষক-কৃষাণী ছিলেন। দিনে রোদের মধ্যে তারা নিজ নিজ কৃষি জমিতে কাজ করছিলেন। তিন জনই কাজ করা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে তাদের কার্ডিয়াক অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যেত। কিন্তু নিহতের স্বজনরা ময়নাতদন্ত করতে রাজি নন।’

এদিন সুনামগঞ্জে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button