ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে রহমত আলী জোহা (১০) নামে এক শিশু মারা গেছে।

উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়সিং গ্রামে ১১ই মে (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় এই ঘটনা ঘটে।

জোহা জয়সিং গ্রামের আলম বাদশা মন্ডলের ছেলে এবং রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বাদশা মন্ডলের বাড়ির উঠানে খড় বিছানো ছিল। বিকেলে আকাশে মেঘ দেখে তিনি স্ত্রীসহ খড়গুলো তুলে নিয়ে পালা করছিলেন। ওই সময় উঠানে তাদের কাজে সহযোগিতা করছিলো জোহা। সেখানে বজ্রপাত হলে আহত হয় জোহা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জোহা।

বজ্রপাতে শিশুটির বাবা আলম বাদশা মন্ডল ও মা সুন্দরি বেগম সামান্য আহত হয়েছেন।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button