বগুড়া সদর উপজেলা

বগুড়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ায় টাইলস মিস্ত্রী ওয়াজেদ হোসেন ঝন্টুর প্রকাশ্যে নির্মমভাবে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার সকাল ১১ টার দিকে শহরের মালতিনগর (ভাটকান্দি) ব্রীজ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নিহত ঝন্টুর স্ত্রী কুলসুম আক্তার সর্ণা বলেন, যারা আমার ২টা ছোট ছোট বাচ্চাকে এতিম করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এখন আমি ২ টা ছোট বাচ্চা নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ঝন্টুর ছোট বোন ফাতেমা খাতুন বলেন, যারা আমার বড়ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, আপনি তো একজন মা, আপনি আমার মতোই একজন বোন, ভাই হারানোর ব্যাথা আপনি জানেন, আমি আমার ভাইয়ের হত্যার বিচার আপনার হাতেই দিলাম, আপনি সঠিক বিচার করেন।

নিহত ঝন্টুর বাবা আফজাল হোসেন বলেন, আমার ছেলে দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন জায়গায় টাইলস এর কাজ করতেন। এ বয়সে আমার কাঁধে ছেলের লাশ উঠবে আমি আশা করিনি।

ঝন্টুর আত্মীয় বন্ধু-বান্ধব ও এলাকার সর্বস্তরের জনসাধারন মানববন্ধনে অংশ নেয় ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন।

এ আর/এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button