প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া’।

রোববার বেলা ১২ টার দিকে শহরের শহরের ফতেহ্ আলী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী। এ সময় জেলা পুলিশের একটি চৌকশ দল অভিযানে সহযোগীতা করেন।

ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের ফতেহ্ আলী বাজারে অস্বাস্থ্যকরভাবে খাবার বিক্রয়ের অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে চুড়িপট্টিতে বিভিন্ন কসমেটিকস ও কোমল পানীয় ও চকলেটের দোকানে বৈধ আমদানিকারকের স্টিকার যুক্ত করে পণ্য বিক্রয় ও নকল পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button