বগুড়ায় এক ব্যবসায়ী নিখোঁজ

বগুড়ায় সৈয়দ শামসুল আলম বেলাল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
সৈয়দ শামসুল আলম বেলাল শহরের নামাজগড় ইদ্রিস খান লেনের বাসিন্দা। নিউ মার্কেটে বেলাল পেপার নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি।
রোববার সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।
নিখোঁজের ছেলে সৈয়দ ইউসুফ শাওন জানান, প্রতিদিন তার বাবা সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরেন। কিন্তু গতকাল রাতে বাসায় না ফিরলে তার ব্যবহৃত মোবাইল নাম্বরও বন্ধ পাওয়া যায়। উপায় না পেয়ে রোববার দিবাগত রাতে তার মামা দোলন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরো জানান, সর্বশেষ সকালে একটি মোবাইল নম্বর থেকে তার বাবা তাকে ফোন দেন। ফোনে তিনি জানান, আমাকে বাঁচাও। পাওনা টাকা দাবি করে কয়েকজন তাকে আটকে রেখেছে।কিন্তু কোথায় আটকে রেখেছে বা কত টাকা তার কিছু বলতে পারেননি।
পরবর্তীতে ওই নম্বরে আবার যোগাযোগ করা হলে ওপার থেকে জানানো হয়, এটা কুড়িগ্রামের রাজারহাট, এক বয়স্ক মানুষ ফোন দিয়েছিলেন।
এ বিষয়ে সদর থানার ওসি নূরে আলম সিদ্দীকি বলেন, আমরা ঘটনাটি দেখছি।
এসএ