আওয়ামী লীগরাজনীতি
অসম্ভব কোনো চিন্তা আওয়ামী লীগ করে না: ওবায়দুল কাদের
অসম্ভব কোনো চিন্তা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ।”
এ সময় বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সেফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্য দিয়ে সেফ এক্সিট কারা নেবে, জনগণই তা নির্ধারণ করবে।”