আন্তর্জাতিক খবর

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মিয়ানমারে ২৯ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় মোখা লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য। ঘূর্ণিঝড়ে অসংখ্য বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৬ মে) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিত্তওয়ে শহরে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) গতিবেগে আঘাত হানে। যা দেশটিতে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

সিত্তওয়েতে এখন পর্যন্ত সাড়ে ৮৬০ ঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাইক্লোন ট্র্যাকারের তথ্যানুযায়ী, রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। শহরটিতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button