অর্থ ও বানিজ্য

চিনির দাম কমবে

আগামী দুই-একদিনের মধ্যে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরপর আমরা আবার দাম নির্ধারণ করে দিব। দাম নির্ধারণের পরও যারা বেশি দামে চিনি বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম আর বাড়বে না। উল্টো দুই-একদিনের মধ্যে কমে যাবে। আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সব রকম ক্রাইটেরিয়া সম্পন্ন করে দাম নির্ধারণ করেছে। আমরা যে দাম ঠিক করেছি, তার চেয়েও বেশি দামে বাজারে চিনি বিক্রি হচ্ছে, সেটা আমরা জানি। ভোক্তা অধিকার ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, যাতে যারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button