কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পরীক্ষার্থীর নাম খাদিজা (১৬)। সে অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাস গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
স্থানীয়রা জানান, ১৫ ই মে (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় হঠাৎ শয়ন কক্ষে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কেন সে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানা যায়নি।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এ আর)