প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

বগুড়ার সারিয়াকান্দিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ট্যাব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ১ টি সরকারি, ২৭ টি এমপিওভুক্ত, ১৩ টি মাদ্রাসা এবং ৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেটগুলো বিতরণ করা হয়।

সারিয়াকান্দির (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বগুড়া ১ আসনের সংসদ সদস্য
শহাদারা মান্নান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদারা মান্নান বলেন,, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই ট্যাব বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, জেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) উপ পরিচালক সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার ইউসুফ জামাল সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এ আর/এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button