প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ২ কিশোরকে ছুরিকাঘাত, থানায় মামলা

বগুড়ার মালগ্রাম ডাবতলা এলাকায় ২ কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সদর থানায় ৪ জনকে মূল আসামি ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, মামলা নেয়া হয়েছে। এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
উল্লেখ্য, ১৪ মে রাত আনুমানিক ১১ টার দিকে মালগ্রাম মেঘদূত ক্লাবে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন ছেলে। এ সময় মালগ্রাম এলাকার মৃত মিলনের ছেলে মো. মিজানুর রহমান (১৭) এবং খান্দার এলাকার সামিউল তাসাহাবের ছেলে মেসকাতুল তাসরিফ শীর্ষ (১৬)কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন।
এ আর/এসএ