জনগণের শক্তিতেই আওয়ামী লীগ বড় গলায় কথা বলে: ওবায়দুল কাদের

জনগণের শক্তিতেই আওয়ামী লীগ বড় গলায় কথা বলে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “বাংলাদেশের আর ভয় পাওয়ার দিন নেই। আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ।”
বুধবার (১৭ মে) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদ শেখ হাসিনার নিজস্ব চিন্তা কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি দিয়ে প্রশংসা করেছে। আজকে শেখ হাসিনার এসব অর্জনে বিএনপির অর্ন্তজ্বালা।”
তিনি বলেন, “নির্বাচনে না আসাটা বিএনপির ব্যাপার। কিন্তু নির্বাচন হতে দেবে না, এমন দুঃসাহস প্রতিহত করা হবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনিসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতিবৃন্দ।
বক্তারা উন্নয়নের এ ধারাকে ধরে রাখতে এবং উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করেন।