প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় শহীদ মিনার নির্মাণে অর্ধ কোটি টাকা বরাদ্দ
বগুড়া বাসীর পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেই নির্মাণ কাজ এগিয়ে নিতেই অর্ধ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এ টাকা বরাদ্দ প্রদান করেন।
বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বগুড়া বাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, পূর্ণাঙ্গ একটি শহীদ মিনার নির্মাণ বগুড়াবাসীর একটি দীর্ঘদিনের দাবি ছিল। অতি দ্রুত এটি নির্মাণ করে বগুড়ায় সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আকৃষ্ট করবে।
এসএ