ধুনট উপজেলাপ্রধান খবর
বগুড়ায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে এক কৃষিফার্ম শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কাউসার আহম্মেদ মন্ডল (৩০) ওই ইউনিয়নের বিলকাজুলি গ্রামের মোজদার হোসেনের ছেলে।
জানা যায়, জীবিকা নির্বাহের জন্য কাউসার রংপুরে এক কৃষি ফার্মের শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন শনিবার পারিবারিক অশান্তির কারণে বাবা মায়ের প্রতি অভিমান করেন। রোববার সকালে পেঁচিবাড়ি গ্রামের হেলাল উদ্দিনের পিঠাকড়া গাছের ডালের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসএ