
কোহলির সেঞ্চুরির ম্যাচে হেরে চলতি আসর থেকে বিদায় নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু দেয়া ১৯৮ রানের টার্গেট ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই টপকে প্লে অফ নিশ্চিত করে গুজরাট।
বেঙ্গালুরুর ঘরের মাঠে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠিয়েছিল গুজরাট। বিরাট কোহলির ১০১ রানের ইংনিসের সুবাধে নির্ধারিত ওভার শেষে সংগ্রহ দাঁড়িয়েছিল ৫ উইকেটে ১৯৭ রান।
জবাবে নেমে শুভমন গিলের ১০৪ রানের ইনিংসে ৫ বল ও ৬ উইকেটে জয় নিশ্চিত করে গুজরাট। আর তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো বিরাট কোহলিদের।