বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক এক সেনা সদস্য নিহত

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত যানের ধাক্কায় ইয়াছিন আলী (৫৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহত ইয়াছিন আলী বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন খামারকান্দি গ্রামের শায়ের উদ্দিনের ছেলে এবং সাবেক সেনা সদস্য। অবসরগ্রহণের পর তিনি ট্রাস্ট ব্যাংক মাঝিড়া ক্যান্টনমেন্ট শাখায় অফিস সহকারী পদে চাকরি করতেন।
সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বাড়ি থেকে নিজ মোটরসাইকেলযোগে শাজাহানপুরের বি-ব্লকের দিকে যাচ্ছিলেন ইয়াসিন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, যানটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ