
বছরের শুরুতে মাদ্রিদ ডার্বি তথা দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকোর কোপা ডেল রে’র সেমিফাইনালের আগে ভিনিসিয়াস জুনিয়রের কুশপুত্তলিকা একটি ব্রিজে ঝুলিয়েছিল অ্যাটলেটিকোর কিছু সমর্থক। জানুয়ারির সেই ঘটনার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ।
গত ২৬ জানুয়ারি কোপা ডেল রে’র সেমির আগে মাদ্রিদের একটি ব্রিজের কাছে ব্রাজিলিয়ান তারকার কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখা হয়। ‘মাদ্রিদ-রিয়ালকে ঘৃণা করে’ লিখে একটি ব্যানারও সেখানে ঝোলানো হয়। এ ঘটনায় রিয়াল কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়েছিল।
সেই ঘটনার কড়া নিন্দা জানিয়ে লা লিগা কর্তৃপক্ষও আনুষ্ঠানিক বক্তব্য দেয়। বলে, ‘লা লিগা কর্তৃপক্ষ ভিনিসিয়াস জুনিয়রের প্রতি এধরনের ঘৃণা ও ভীতি প্রদর্শনের ঘটনার কড়া নিন্দা জানাচ্ছে। লা লিগা কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত পরিচালনা করবে। স্থানীয় নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করছি যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।’
গত দুই মৌসুমে লা লিগা কর্তৃপক্ষ ভিনিসিয়াসের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ায় নয়টি অভিযোগ দায়ের করেছিল। যার অধিকাংশই প্রসিকিউটর খারিজ করে দিয়েছিলেন। সবশেষ বর্ণবাদের শিকার হয়ে মেজাজ হারান ভিনি, মাঠে লাল কার্ড দেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ঝাড়েন ও প্রতিবাদ করেন। যার রেশ ধরে বর্ণবাদ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ফুটবলবিশ্ব। -চ্যানেল আই