তথ্য ও প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে এডিট করা যাবে পাঠানো ম্যাসেজ

কীবোর্ডে অনেকসময় লিখতে গিয়ে ভুল হয়ে যায়। ভুলবশত বানান ভুলের কারণে বদলে যায় পুরো কথার অর্থ। সম্পর্কের বিচ্ছেদও ঘটে অনেকসময়। আবার জিদের বশে অনেকসময় এমন কিছু সেন্ড করা হয়ে যায় যেটি পরবর্তীতে ভুল বলে মনে হয়। কিন্তু তখন আর সেটি এডিট করার সুযোগ থাকে না।
এবার সেসব সমস্যার সমাধান নিয়ে এলো হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। এবার কোনো ব্যবহারকারী ম্যাসেজ সেন্ড করার পরেও ১৫ মিনিট পর্যন্ত তার ম্যাসেজটি এডিট করতে পারবেন।

মার্ক জাকারবার্গ নিজের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।