প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ৫ ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়ায় ৫ টি ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১২ টার দিকে সদরের মেরিনা রোড খান মার্কেটের তৃতীয় তলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রাগ লাইসেন্স না থাকায় এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।
এসময় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুনের এবং জেলা পুলিশ ও এপিবিএন এর একটি চৌকস দল উপস্থিত ছিলো।
জানা যায়, খান মার্কেটের তৃতীয় তলায় ড্রাগ লাইসেন্স ছাড়া শাফি ফার্মেসি, মনির মেডিকেল স্টোর, ওমার মেডিসিন স্টোর, নাফিসা ফার্মেসি, ডলফিন মেডিকেল স্টোরর ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঔষধ ব্যবসা পরিচালনা করে আসছিলো। অভিযানে ওই ৫ ব্যবসায়ীকে দি ড্রাগস এ্যাক্ট ১৯৪০ এর ১৮ (গ) এবং ২৭ ধারায় ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
এসএ/এআর