সারাদেশ
নিজের বুকে গুলি চালিয়ে এক পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীর বনানীতে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফ উজ জামান রনি নামের এক পুলিশ কনস্টেবল। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আশরাফ উজ জামান রনির বাড়ি ধামরাই বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাতটার দিকে বনানী চেকপোস্টে এই ঘটনা ঘটে।
পুলিশ জানান, রনি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বনানী চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে সে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালায়।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সূত্র: যমুনা টিভি