আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার এক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কষ্টি পাথরের খোদাই করা একটি মূর্তি উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার একরামুল হক (৫৫) নওগাঁ জেলার পোরশা উপজেলার কালিনগর গ্রামের মিলু মিয়ার ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাস তল্লাশি করলে একরামুল হক নামের এক যাত্রীকে সন্দেহ হয়। তল্লাশি করে কষ্টি পাথরের মূর্তিসহ ওই বাস যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এআর/এসএ