বগুড়া সদর উপজেলা
বগুড়ায় রাস্তার উদ্বোধন করলেন এমপি রিপু

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়ন এর ৫ টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
২৫ মে ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন এলাকার রাস্তা পাকা করনের নাম ফলক উম্মোচনের পর সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪১ বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সাবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও যোগাযোগ সম্পাদক এস এম আল-মামুন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এ আর)