আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী আবু বক্কর সিদ্দীক নিহত হয়েছেন।
নিহত আবু বক্কর (১০) উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে এবং পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডালম্বা বটতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, রোববার সকালে একটি দোকানে খাবার কিনে বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান,
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কাউকে আটক করা যায়নি তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এ আর/এসএ