প্রধান খবরসারাদেশ
সাভারে সড়ক দুর্ঘটনায় বগুড়ার এক পথচারী নিহত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত পথচারী মন্টু আলী (৪০) বগুড়ার দুপচাঁচিয়া থানার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিবার এলে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাত ঘাতক সেই গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে। সূত্র: ঢাকা টাইমস