বগুড়ায় প্রত্যন্ত এলাকার গ্রামবাসীদের সাথে মুক্তমনে কথা বলেলেন পুলিশ সুপার
বগুড়া’র নন্দীগ্রাম থানার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়া গ্রামে একটি শিশু নির্যাতন মামলার তদন্ত তদারকি করতে যেয়ে স্থানীয় গ্রামবাসীদের সাথে গ্রামে প্রত্যক্ষ অপরাধ প্রবণতা ও সামাজিক অসংগতির রূপ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে মুক্তমনে কথা বলেলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা) পিপিএম।
দুপুরে বিষয়টি নিয়ে নিজ ফেসবুক ওয়ালে মুক্তমনেই একটী স্ট্যাটাস দেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী’র ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো,
নির্মল শান্তির আধার গ্রামবাংলার সেই চিরায়ত সহজাত জীবনযাপনে সামাজিক অসংগতি বর্তমানে লক্ষ্যণীয়। আধুনিক সভ্যতার যান্ত্রিক আবহে গ্রামের সহজসরল জীবনপ্রবাহেও অপরাধ প্রবণতা প্রত্যক্ষ। যৌথ পরিবারতন্ত্র চলমান সময়ের চাহিদা মেনেই বিলুপ্তির পথে। পাশাপাশি সামাজিক অনুশাসনের ভিত্তিও অনেকটাই নড়বড়ে। ফলে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ এবং আত্মহত্যা প্রবণতা গ্রামীণ জনপদে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
নন্দীগ্রাম থানার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়া গ্রামে একটি শিশু নির্যাতন মামলার তদন্ত তদারকি করতে যেয়ে স্থানীয় গ্রামবাসীদের সাথে গ্রামে প্রত্যক্ষ অপরাধ প্রবণতা ও সামাজিক অসংগতির রূপ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে মুক্তমনে কথা বললাম।
আশা জাগানিয়া বিষয় হচ্ছে, গ্রামবাসীদের অনেকেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও থানায় স্থাপিত নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সম্পর্কে অবহিত। ‘শান্তির নীড়’ হিসেবে গ্রামীণ জনপদের প্রত্যাশিত রূপান্তরের ক্ষেত্রে তাদের সর্বাত্মক ও প্রত্যক্ষ সহযোগিতা সর্বাগ্রে কাম্য।