জলেশ্বরীতলায় আগুন! পুলিশ ও ফায়ার সার্ভিসের উপর ক্ষিপ্ত হলেন যুবক

বগুড়ার জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে।
১লা জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলিয়ে উঠে। তখন আশপাশের শো-রুম থেকে লোকজন অগ্নি নির্বাপন গ্যাস নিয়ে এসে নিক্ষেপ করতে থাকে।
পরে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে আসায় স্থানীয় এক যুবক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ক্ষিপ্ত হন।
এ বিষয়ে জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এডোনিস তালুকদার বাবু বলেন, যত্রতত্র তারের কারনে আগুন লাগছে। আমাদের ছেলেরা অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণ করেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যথাযথ কাজ করেছে বলেই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সাধারনত যানযট নিরসন করে ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে হয়। তবে তারা যথাযথ কাজ করেছে।
(এ আর)