প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

বগুড়ায় মো. আবেদীন নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদরের নামুজা শাহপারা এলাকা থেকে ভুট্টা ক্ষেতের পাশে নলপুকুর মাঠে বকন গাছের সাথে গামছা দিয়ে বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবেদিন নামুজা শাহাপাড়ার মৃত কসিম উদ্দিনের ছেলে

নিহত আবেদনের স্ত্রী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর তার স্বামী চৌমুহনী বাজারে ওষুধ কেনার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে না ফিরলে সবাই ভোর রাত থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক পর্যায়ে সকাল ৮টার দিকে নাগর নদের অদূরে ললপুকুর মাঠে ওই গাছের সাথে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, তার মুখের ভিতরে বকুন গাছের অনেকগুলো পাতা গুঁজে দেওয়া ছিল। স্থানীয় লোকজনের ধারণা তাকে হত্যা করে মুখের ভিতরে পাতা গুঁজে দিয়ে ওই গাছের সাথে বেঁধে রাখা হয়।

সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button