সারাদেশ

রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ এক হোটেল কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মঙ্গলবার ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের সময় ছাত্রলীগের গুলিতে আহত হোটেল কর্মচারী বিল্লাল হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলাকারীরা সবাই থানা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মী রিফাতের মোটরসাইকেল ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের সাথে ছাত্রলীগের বসচা বাধে। এই ঘটনার জেরে ছাত্রলীগ বরপা এলাকায় আক্রমণ চালালে যুবলীগের কর্মীরা স্থানীয় প্রিন্স হোটেলে আশ্রয় নেয়। সেখানে ছাত্রলীগ এলোপাতাড়ি গুলি ছুড়লে প্রিন্স হোটেলের বাবুর্চি বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন।

এদিকে, হামলার ঘটনায় বাবুর্চির স্ত্রী সাজেদা বেগম থানায় মামলা করলে মামুন ও অপু নামে অভিযুক্ত দুজনকে আটক করেন। সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button