বগুড়ায় ইউএনও পরিচয়ে পুলিশের মাধ্যমে চাঁদা দাবি! সতর্ক করলেন ডিসি
বগুড়ায় ইউএনও পরিচয়ে পুলিশের মাধ্যমে চাঁদা দাবি করেছেন বিভিন্ন উপজেলায়।
৭ জুন বুধবার রাতে এমন অভিযোগ আসার পর বগুড়ার জেলা প্রসাশক তার অফিসিয়াল পেজে একটি সতর্কতামূলক পোষ্ট করেন।
জেলা প্রসাশক সাইফুল ইসলামের স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বগুড়া জেলায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় ব্যবহার করে পুলিশ সদস্যদেরকে ফোন দিয়ে তাদের মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিকট হতে অর্থ দাবী করা হচ্ছে। হোটেল বা রেস্তোরাঁর নিবন্ধন, লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নবায়ন সংক্রান্ত যে কোন আইনসম্মত ফি জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরে রসিদের মাধ্যমে পরিশোধ করা ব্যতিত নগদ কিংবা বিকাশে নেয়ার সুযোগ নেই।
এমতাবস্থায় জেলা বা উপজেলা প্রশাসনের যে কোন পর্যায়ের কর্মকর্তার পরিচয় প্রদান করে কোন পুলিশ সদস্যের মাধ্যমে অথবা ভিন্ন কোন উপায়ে কোন প্রকার সেবা বা সরকারি কোন কাজে অর্থ দাবী করলে সেখানে লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
এটি একটি প্রতারক চক্র এই চক্রের অসাধু চক্রান্ত ও প্রতারণা হতে পুলিশ সদস্যসহ সর্বস্তরের জনসাধারণগণকে সতর্ক থাকার জন্যও অনুরোধ করেছেন তিনি।
(এ আর)