বগুড়ায় ট্রেনের নিচে পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে পড়ে রশিদ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ছাতিয়ানগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় কোলাবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ নওগাঁ জেলার রাণীনগর উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে। তিনি রাণীনগর উপজেলা আল-আমিন দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
জানা যায়, হারুনুর রশিদ বেশ কিছুদিন থেকে পারিবারিক কারনে মানসিকভাবে অবসাদে ভুগছিলেন। সকালে রেললাইনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এসময় চিলাহাটি হইতে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছাতিয়ানগ্রাম কোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছামাত্র ওই ট্রেনের নিচে ঝাপিয়ে পরলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
এসএ