হজে গিয়ে এখন পর্যন্ত ৭ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৯ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
ডেথ সার্টিফিকেট সংযুক্ত ও তারিখ উল্লেখ করে পোর্টালে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজী … তারিখে ইন্তেকাল করেন।’
পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. আব্দুল ওয়াহেদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার পাসপোর্ট নম্বর A04664227; শাহানারা বেগমের বাড়ি ঢাকার বাটামারায়। তার পাসপোর্ট নম্বর EG0753079; ড. মো. শফিকুল ইসলামের বাড়ি পাবনার সদরে। তার পাসপোর্ট নম্বর A04286818; মো. আলী হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে। তার পাসপোর্ট নম্বর A07153737; মো. আইয়ুব খানের বাড়ি ঢাকার খিলগাওয়ে। তার পাসপোর্ট নম্বর EB0236378; মো. শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের রাধানগরে। তার পাসপোর্ট নম্বর A03532098; রোকেয়া বেগমের বাড়ি বগুড়ার সান্তাহারে। তার পাসপোর্ট নম্বর A05102884।
গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। আগামী ২৭ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট। সূত্র: দেশ রূপান্তর