বগুড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গবাদি পশু ও সরঞ্জামাদি বিতরণ করেন এমপি হাবিব
বগুড়ায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২’শ ৯২টি পরিবারকে বিনামূল্যে ভেড়া, গৃহনির্মান উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়েছে।
১১ জুন (রোববার) সকাল ১০টায় বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে এই গবাদি পশু, পশু খাদ্য ও সরঞ্জামাদি প্রদান উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, এসময় তিনি বলেন দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়ন মুখী মূল স্রোতে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষের আর্ত সামাজিক ও জীবন মান উন্নয়নসহ স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বগুড়া প্রাণিসম্পদ অধিদপ্তর গবাদি পশু হাঁস-মুরগি ও বিভিন্ন রকমের গৃহপালিত পশু পাখির চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবসময় প্রস্তুত রয়েছে, আমরা বগুড়া জেলা প্রাণিসম্পদ টিমকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করছি।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ, এসময় তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে অনগ্রসর জাতিকে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ,প্রশিক্ষণ, কারিগরি সহায়তার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি ও জীবন মানোন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর বহুমুখী কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি,। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফরজানা আক্তার ও সিনিয়ন মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতৃত্ববৃন্দও সুফলভোগীরা।
এ সময় সুফলভোগিদের মাঝে ২টি ভেড়া, ৪টি সিমেন্টের খুটি, ৫টি রাবার ম্যাট, ২ পাতা ঢেউ টিন, ২৭ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে বিতরণ করা হয়।
(এ আর)