অর্থ ও বানিজ্যপ্রধান খবর

সয়াবিন তেলের দাম কমলো

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা। আগের দাম ছিল ১৯৯ টাকা।

রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

তিনি জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে। খোলা তেলের দাম কমে ১৬৭ টাকা করা হয়েছে।

ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলে জানান সচিব তপন কান্তি ঘোষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button