বগুড়ায় ইয়াবাসহ আটক ৩

বগুড়ার শেরপুরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ৷
সোমবার আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের রনবীরবালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রনবীরবালা দুলাল হোসেনের ছেলে রাহিম হোসেন (২৪), গেলাপুর এলাকার রমজান আলীর ছেলে রানা পারভেজ (২৬) ও বারদুয়ারী পাড়া হাটখোলা এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে রুহুল আমিন ওরফে নাদিম (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় রাহিম, রানা ও নাদিমকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস নেশাজাতীয় মাদকদ্ৰব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এসএ