প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

১২ জনু (সোমবার) বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় ওই মহাসড়কের ওমরদিঘিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওসি আব্বাস আলী জানান, সোমবার (১২ জুন) সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button