প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

বগুড়ায় হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত রহমান(২০) রহবল মধুপুর গ্রামের স্যার ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠান ছিলো। এ উপলক্ষে বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টাঙাতে যান আরাফাত। এসময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ আর