জাতীয়
ঈদুল আজহার ছুটি বাড়ানোর সুপারিশ
পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
সুপারিশে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে আগামী ২৭ জুন থেকে শুরু করার কথা বলা হয়েছে।
সভা শেষে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চার দিন।
এর আগে ঈদুল ফিতরের আগেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।