
মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি-ভিত্তিতে ভর্তি করানো হয়েছে।
সোমবার (১২ জুন) দিবাগত ১টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং পরেই তাকে ভর্তি করানো হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ম্যাডাম রাত ১২টার পরে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাত ১টা ১৫ মিনিটে তাকে নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।’
চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
হঠাৎ অসুস্থ হওয়ায় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেয়।