আন্তর্জাতিক খবর

নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে শতাধিক মানুষ নিহত

নাইজেরিয়ায় বিয়েবাড়ির অনুষ্ঠান শেষে নৌকায় করে ফিরছিলেন ৩০০ জন। কিন্তু, পথিমধ্যে নৌকাটি ডুবে গেলে শতাধিক মানুষ নিহত হয়েছেন।.

পুলিশ জানায়, নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। পথে একটা কাঠের গুঁড়ির সঙ্গে নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি দুই খণ্ড হয়ে যায়।

পুলিশ আরও জানায়, প্রতিবেশী দেশ নাইজার থেকে বিয়েবাড়িতে এসেছিলেন তারা। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার ফিরে যাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা মারে। এর ফলে নৌকা দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের ঘটনাস্থলে আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

উদ্ধারকারীরা এ পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

নাইজার হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী। সেখানে স্থানীয় পর্যায়ে বানানো নৌকা চলে। এতে মাঝেমধ্যেই নৌকাডুবি হয়। দেশটির কর্মকর্তাদের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ নিয়ে নৌকাগুলো চলাচল করে। তাই দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button