সারাদেশ

বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সদর উপজেলায় বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে।

বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।  

জানা গেছে, বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাসায় ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই নূর নাহার বেগম তারা যান।

এদিকে হাসপাতালে নেওয়ার পথে প্রিয়ন্তী মারা যায়।

এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানান, মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সূত্র: সংবাদ প্রকাশ

এই বিভাগের অন্য খবর

Back to top button