বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশেকপুরের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দোলেনা বেগম (২২) ও তার মেয়ে আয়েশা (৫)। তারা আশেকপুর পশ্চিম পাড়ার রাস্তার ধারে ঝুপরি ঘরে বসবাস করতেন।
এ ঘটনায় প্রাইভেট কারের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আহত কার চালক আহনাহ (২০) বগুড়া সদরের কালিতলা এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।
কুন্দার হাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে প্রাইভেট কারের চালক আহনাহ রাজশাহী থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় মা ও শিশু রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এসএ