প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় স্ত্রী হত্যার পর ২৮ বছর আত্নগোপনে!

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৮ বছর আত্নগোপনে থাকা স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) ।

গ্রেপ্তারকৃত মোঃ আজাহার আলী (৬০) শিবগঞ্জ থানার ছাতুয়া শালুক গাড়ী এলাকার মৃত জসমত আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মীর মুনির হোসেন প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৪ জুন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ফটিকছড়ি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মামা ১৯৯৩ সালে আমজাদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ১৯৯৮ সালের রায়ে উল্লেখিত ব্যক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়।

এর আগে, মামলার পর গ্রেপ্তার হলে ২ মাসের অধিক সময় জেল হাজতে থাকে। এরপর জামিন নিয়ে বগুড়া ত্যাগ করে দেশের অপর প্রান্ত চট্টগ্রামে গা ঢাকা দেয়। এরপরে সে আর কখনোই বগুড়া আসেনি।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হবে বলেও জানান র‌্যাব কমান্ডার মীর মুনির হোসেন।

এআর/এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button