সারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি!

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান বৃন্দ।

শনিবার দুপুরে সারিয়াকান্দি প্রেস-ক্লাবে সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্যে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ সাংবাদিকদের জানান, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শিপন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সরকারী সাবমারসিবল কাজ দেখে বাড়ী ফেরার পথে ১৫জুন রাত সাড়ে ৮টার দিকে ছাইহাটা চৌ-রাস্তার মোড়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত হন । বর্তমানে তিনি বগুড়া শজিমেক হাসপাতালে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আহত চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে সারিয়াকান্দি থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে ।

একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর ন্যাক্কারজনক এই হামলায় সারিয়াকান্দি উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সারিয়াকান্দি উপজেলার সকল চেয়ারম্যান বৃন্দ ন্যাক্কারজনক এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দাজ্ঞাপন করছি । সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি । অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে ।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রাং, কাজলা ইউপি চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম, চালুয়াবাড়ী ্ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম (বাদশা),বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান (আসাদ খাঁন),চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী (হিরো) কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান (আলো) ।

এব্যাপারে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button