ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে শোবার ঘরে ঢুকে এক গৃহবধূকে (২২) শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে।

রোববার দুপুরের দিকে ওই গৃহবধূ বাদি হয়ে ধুনট থানায় এ মামলা করেন। মামলায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আফতাব আলী ছেলে রেজাউল করিমকে (৩২) আসামী করা হয়েছে।

জানা গেছে, শ্লীলতাহানির শিকার ও গৃহবধূ তার স্বামীর সাথে গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামে বসবাস করেন। ১৪ জুন রাত সাড়ে ৯ টার দিকে তার স্বামী ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়।

এসময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাহিরে যান। ফিরে এসে শোবার ঘরের বিছানায় শুয়ে পড়ে। এসময় আসামী রেজাউল করিম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানি চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান আসামী রেজাউল করিম।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button