বগুড়ায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর গ্রেপ্তার
বগুড়ার কাহালুতে ভাবি আসমা বেগমকে হত্যার অভিযোগে দেবর আব্দুল মুকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে কাহালু উপজেলার কালাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার দুপুরে উপজেলার কালাই মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আব্দুল মুকিম কালাইয়ের মাঝপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
জানা যায়, আব্দুল মুকিম ও আবদুল হাকিম দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আবদুল হাকিমের স্ত্রী আসমা বেগমের সঙ্গে দেবর মুকিমের বাকবিতণ্ডার একপর্যায়ে মুকিম ক্ষিপ্ত হয়ে ভাবি আসমা বেগমকে ধাক্কা দেন।
আহত আসমাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাতে নিহতের ভাই মুকিম ও তার ছেলে রাকিব হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ